Tuesday, May 4, 2021

কম্পিউটার এ টাকা আয় করতে চান? জেনে নিন বিস্তারিত



আপনাকে একটু প্রশ্ন করতে চাই…..
আপনার কি এন্ড্রয়েড ফোন আছে…?
যদি থেকে থাকে আপনি কি সেটা ব্যাবহার করতে পারেন…?
যদি ব্যাবহার করতে পেরে থাকেন, তাহলে এই ব্যাবহার করার জন্য আপনি কোন ট্রেইনিং সেন্টার থেকে এই মোবাইল ব্যাবহার করা শিখেছিলেন….?

আমি জানি আপনার এন্ড্রয়েড ফোন আছে। আমি জানি কারণ, আপনি সেই ফোন ব্যাবহার করেই হয়ত এই প্রশ্নটি করেছেন (যেহেতু প্রশ্নমতে আপনি কম্পিউটার ব্যাবহার করতে জানেন না)

আপনার ফোন রয়েছে, আপনি নিজে সেটি ব্যাবহার করছেন, বেশ ভালো।
আপনি কোন ট্রেইনিং সেন্টার থেকে কি মোবাইল ব্যাবহারের কোর্স করেছিলেন….?

যদি না করে থাকেন তাহলে আপনি কম্পিউটার ব্যাবহারের জন্য কোর্স করতে যাবেন কেন…?
মোবাইলও একটি আধুনিক ডিভাইস, আবার কম্পিউটারও একটি আধুনিক ডিভাইস।
একটি আপনি নিজে করতে পারলে, অন্যটির জন্য এত সমস্যা কেন…?


কোন সমস্যা নেই।
চলুন আমি আপনাকে ফ্রিতে কোর্স করিয়ে দিচ্ছি এখনঃ

  1. আজই আপনার কম্পিউটারটি অন করুন।
  2. উইন্ডোজ বাটন থেকে মাইক্রোসফট অফিসে যান। সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড।
  3. তারপরেই একটা ব্লাঙ্ক পেইজ নিয়ে কিবোর্ডে লেখা শুরু করে দিন…
  4. কি লিখবেন…? আজকে আপনি সারাদিনে কি করেছেন তাই লিখুন…

কম্পিউটারে বাংলা লিখতে পারেন না…?
ইংরেজিতে লিখুন।
ইংরেজিতে দুর্বলতা থাকলে বাংলিশে লিখুন।
যেমনঃ আমি ভাত খাব এর পরিবর্তে লিখবেন 
ami vat khabo…. এটাই হলো বাংলিশ

লিখতে পেরেছেন…?
Congratulations.
আপনি এখন কম্পিউটার ব্যাবহার করতে পারেন….!

পরের দিন একটু কষ্ট করে "কম্পিউটারে কিভাবে টাইপ করতে হয়" এইটা লিখে YouTube এ সার্চ দিন………
কয়েক হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন।
এরপরে ২-৩ টা টিউটোরিয়াল দেখুন।
প্রথম ২ টা টিউটোরিয়ালে যেভাবে টাইপ করতে বলবে, ঠিক ওই জিনিসটাই একজন কম্পিউটার প্রশিক্ষক আপনাকে ১ মাস ধরে শেখাবেন।

তাহলে এরপরে আর কি শেখাবে তারা….?
এরপরেও তারা আপনাকে এমন ব্যাসিক কিছু ব্যাপার শেখাবে, যা আপনি আসলেই ভালো ভাবে করতে পারেন।

আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে মূলত ফ্রিল্যান্সিং শুরু করতে কম্পিউটারের কি কি ব্যাসিক দক্ষতা লাগে, সেই ব্যাপারে বলেছি।
কিন্তু আপনিও এই দক্ষতা গুলো অর্জনের মাধ্যমে কম্পিউটারের ব্যাসিক স্কিলগুলো শিখতে পারবেন। আর ট্রেইনিং সেন্টারে আপনাকে এই কাজগুলোই শেখাবে। বরং, বাড়িতে বসে কম সময়ে আপনি বেশি ভালো করে শিখতে পারবেন।
ভিডিওতে যে যে স্কিল গুলোর কথা বলা হয়েছে, সেই স্কিল গুলো রপ্ত করতে আপনাকে ট্রেইনিং সেন্টারে যেতে হবে নাহ, বরং বাড়িতে বসেই আপনি কাজগুলো শিখে নিতে পারবেন।

আর হ্যাঁ, যদি আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন সংক্রান্ত দক্ষতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রেইনিং সেন্টারে যেতে পারেন। কেননা, এসব ক্ষেত্রে গাইডলাইন ছাড়া ভালোভাবে এগিয়ে যাওয়া কষ্ট হয়ে যায়, (সময় বেশি লাগবে কিন্তু, অসম্ভব নয়!)

Monday, April 26, 2021

এমন কিছু মনস্তাত্ত্বিক ঘটনা কী যা মানুষ জানে না?

সিটিভিটি আমাদের মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে ?

শুভ এবং শ্যামল দুই ভাই। দুইজনের একই বাজারে একটি করে মুদির দোকান আছে। দুইজনেই ভদ্র, এবং ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করেন। দুইজনই সঠিক পরিমানে দ্রব্য দিয়ে থাকেন এবং সঠিক দাম নেন। আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশও সবকিছুই একই।

কিন্তূ তবুও শুভর দোকানের ক্রেতার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অন্যদিকে শ্যামলের ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। কারণ কী ?কারণ দুইজনের কোনো দ্রব্য "দেওয়ার পদ্ধতি "। ধরুন, আপনি 1 কেজি চাল কিনতে গিয়েছেন।

শুভ দাঁড়িপাল্লায় প্রথমে 1 কেজির কিছুটা কম চাল(ধরুন 900 গ্রাম ) দেবেন তারপরে অল্প অল্প করে চাল (ধরুন 50+40+10)দিয়ে সপূর্ণ 1 কেজি চাল দেবেন।

শ্যামল দাঁড়িপাল্লায় প্রথমে 1 কেজির কিছুটা বেশী চাল (ধরুন 1100 গ্রাম ) দেবেন তারপরে অল্প অল্প করে চাল(50+40+10) তুলে নিয়ে সম্পূর্ণ 1কেজি চাল দেবেন।

দুইজনে সমপরিমাণ চাল দিলেও প্রথম ক্ষেত্রে, আপনার মস্তিস্ক আপনাকে পসিটিভ বার্তা প্রেরণ করছে, তাই আপনি মনে করছেন স্বাভাবিকের থেকে কিছুটা পরিমান চাল বেশী পাচ্ছেন। দ্বিতীয়ক্ষেত্রে, আপনার মস্তিস্ক আপনাকে নেগেটিভ বার্তা প্রেরণ করছে, তাই আপনার মনে হচ্ছে স্বাভাবিকের থেকে কম পরিমানে চাল পাচ্ছেন।

ফলস্বরূপ, শুভর ক্রেতা বৃদ্ধি প্রাপ্তি।

যেকোনো বিষয়গুলিকে পসিটিভভাবে ভাবতে শিখুন, অনেককিছু পথ খুঁজে পেয়ে যাবেন আপনার মস্তিস্ক দ্বারা।