Monday, April 26, 2021

এমন কিছু মনস্তাত্ত্বিক ঘটনা কী যা মানুষ জানে না?

সিটিভিটি আমাদের মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে ?

শুভ এবং শ্যামল দুই ভাই। দুইজনের একই বাজারে একটি করে মুদির দোকান আছে। দুইজনেই ভদ্র, এবং ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করেন। দুইজনই সঠিক পরিমানে দ্রব্য দিয়ে থাকেন এবং সঠিক দাম নেন। আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশও সবকিছুই একই।

কিন্তূ তবুও শুভর দোকানের ক্রেতার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অন্যদিকে শ্যামলের ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। কারণ কী ?কারণ দুইজনের কোনো দ্রব্য "দেওয়ার পদ্ধতি "। ধরুন, আপনি 1 কেজি চাল কিনতে গিয়েছেন।

শুভ দাঁড়িপাল্লায় প্রথমে 1 কেজির কিছুটা কম চাল(ধরুন 900 গ্রাম ) দেবেন তারপরে অল্প অল্প করে চাল (ধরুন 50+40+10)দিয়ে সপূর্ণ 1 কেজি চাল দেবেন।

শ্যামল দাঁড়িপাল্লায় প্রথমে 1 কেজির কিছুটা বেশী চাল (ধরুন 1100 গ্রাম ) দেবেন তারপরে অল্প অল্প করে চাল(50+40+10) তুলে নিয়ে সম্পূর্ণ 1কেজি চাল দেবেন।

দুইজনে সমপরিমাণ চাল দিলেও প্রথম ক্ষেত্রে, আপনার মস্তিস্ক আপনাকে পসিটিভ বার্তা প্রেরণ করছে, তাই আপনি মনে করছেন স্বাভাবিকের থেকে কিছুটা পরিমান চাল বেশী পাচ্ছেন। দ্বিতীয়ক্ষেত্রে, আপনার মস্তিস্ক আপনাকে নেগেটিভ বার্তা প্রেরণ করছে, তাই আপনার মনে হচ্ছে স্বাভাবিকের থেকে কম পরিমানে চাল পাচ্ছেন।

ফলস্বরূপ, শুভর ক্রেতা বৃদ্ধি প্রাপ্তি।

যেকোনো বিষয়গুলিকে পসিটিভভাবে ভাবতে শিখুন, অনেককিছু পথ খুঁজে পেয়ে যাবেন আপনার মস্তিস্ক দ্বারা।